স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামে ওমান প্রবাসী আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আতংক সৃষ্টির জন্য উপর্যপুরি গুলি ছুড়ে। ডাকাতদের আক্রমনে ওমান প্রবাসী আব্দুল আহাদ গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ওমান প্রবাসী আব্দুল আহাদের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৯৫ হাজার টাকা মূল্যের ৫০০ রিয়াল মুদ্রাসহ ৫ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া তাজা গুলি, গুলির খোসা, ছুরিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবলের গকুলপুর গ্রামের ফুল মিয়া চৌধুরীর ৩ ছেলে ওমান প্রবাসী। গত ২৯ নভেম্বর ওমান থেকে দেশে আসেন ফুল মিয়া চৌধুরীর পুত্র আব্দুল আহাদ চৌধুরী। দেশে ফেরার দুই দিনের মাথায়ই ডাকাতরা হানা দেয় তার বসতবাড়িতে। ডাকাতদের আক্রমনে আহতও হন তিনি। ডাকাতদের গুলির শব্দে আশপাশের মানুষ বের হয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। রাতেই খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত আব্দুল আহাদের পিতা ফুল মিয়া জানান- পুলিশ ঘটনাস্থল থেকে তাজা গুলি, গুলির খোসা, ছুরিসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। এব্যাপারে বাহুবলের ভেড়াখাল গ্রামের মাসুম মিয়া, রসুলপুর গ্রামের বুলবুল মিয়া, মানিকপুর গ্রামের হারুন মিয়া, হামিদনগর গ্রামের আব্দাল মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান-সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে এয়ারগানের গুলির শিশা জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করা হয়। আব্দুল আহাদের বাড়িতে শনিবার দিবাগত রাতে আসলে কী ঘটেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। গতকাল রবিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।