প্রেস বিজ্ঞপ্তি ॥ পুলিশের দায়েরকৃত ৬টি মামলায় দীর্ঘ ১০৩ দিন কারাভোগের পর জামিনের মুক্তি পেয়েছেন হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আহমেদ। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তার পক্ষে জামিন আবেদন করেন এডঃ মোঃ আব্দুল হাই। এ সময় জামিন আবেদনের পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবিদের মধ্যে জেলা বারের সভাপতি এডঃ সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ খালেকুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, এডঃ নুরুল ইসলাম, এডঃ কামরুল হাসান চৌধুরী, এডঃ সগির আহমেদ সাজ্জাদসহ অর্ধশত আইনজীবি। জেল থেকে মুক্তি লাভের পর বিকেলে কারা ফটকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির পক্ষে সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপির সদস্য এডঃ আব্দুল হাই, ক্বারী কবির হোসেন, দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামাদল সেক্রেটারী কাশেম বিল্লা নোমান, তাতী দল আহ্বায়ক এডঃ কামরুল হাসান চৌধুরী, ব্যকস সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এম এ মন্নান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মতিন, যুবদল নেতা আবুল কালাম আজাদ, এসএম মানিক, শাহিনুর রহমান শাহীন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মহিবুল ইসলাম সুহেল, সালেহ আহমদ, মইনুল ইসলাম পারভেজ, সোয়েব চৌধুরী, সাইদুর রহমান, মোঃ মহিউদ্দিন, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, রাজিব আহমেদ, আব্দুল আলিম, সর্দার কাওছার, সোহেল আহমদ, আমিনুল ইসলাম ফয়সল, জেলা মটর চালকদল আহ্বায়ক মোঃ তারা মিয়া, মন্নান মিয়া, আব্দুল আলীম,কাউছার মিয়া, এস এম রমজান, লিটন সরকার, শংকর বনিক, ফটিক শীল, শাহ খোকা, সাদ্দাম হোসেন, আবদাল হোসেন, সাবাতুল, নজরুল ইসলাম, আক্তার, শেখ রাসেল, লিটন, সোহাগ প্রমূখ।