প্রেস বিজ্ঞপ্তি ॥ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত না হওয়ায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এমপি নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। ইতিপূর্বে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় হবিগঞ্জ-লাখাইবাসি তার প্রার্থীতাকে স্বতঃস্ফুর্ততার সাথে সাড়া দিয়েছিলেন। তিনি জানান, দুঃখের বিষয় বর্তমানে দেশ যে সংকটের মধ্যে দিয়ে চলছে এহেন সংকটময় পরিবেশে কোন সুষ্ঠু ও নিরপক্ষে এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। যদি ভবিষ্যতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তিনি এমপি প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।