স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালের বহির্বিভাগে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ৭ ব্যক্তিকে ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম ও রুবাইয়া আফরোজ এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরে শহরের খাদ্য গুদাম রোড এলাকায় পাটের মোড়কের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় জিয়া অটো রাইস মিল ও জনতা অটো রাইস মিলকে সতর্ক করে দেন।