বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭মে বুধবার ৯৮ লাখ ৮৪ হাজার ৩৬৮ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান। বাজেট পেশ সভায় সভাপতিত্ব করে ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ডাঃ ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, মা-মনি এইচএসএস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুফিয়া খাতুন। বাজেটে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বাজেটে ৯৮ লাখ ৮৪ হাজার ৩৬৮ টাকার আয় ও ৯৭ লাখ ৩৪ হাজার ৩৬৮ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। দেড় লাখ টাকা থাকবে উদ্বৃত্ত। ইউপি সচিব মোঃ আলফাজ উদ্দিন এর সঞ্চালনায় উম্মুক্ত বাজেট সভায় বক্তব্য দেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, ইউপি সদস্য ধন মিয়া, আলিম উদ্দিন, আবদুল জলিল, সৈয়দ আবদুল মোনায়েম খান, আবদুস ছমেদ জমাদার, মোঃ ছামির আলী, মীরা নন্দী, রুনা আক্তার, শ্যামারূপ বিবি, আবদুর রহমান, ইসলাম হোসেনসহ ইউনিয়ন পরিষদের গণ্যমান্য নাগরিক।