আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দুই মন মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-ছাতিয়াইন গ্রামের আলপু মিয়ার ছেলে জিতু মিয়া (৩০) ও একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে দুলাল (৩৫)।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাসষ্ট্যান্ড এলাকায় পলিথিনের ব্যাগে মোড়ানো এক মণ ও একটি কন্টিনে এক মণ চোলাই মদ নিয়ে অবস্থান করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই স্থান থেকে তাদেরকে মদসহ আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।