প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী সরকারের রোষানলের শিকার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি চেয়ে তাদের উপর সরকারের দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান। তিনি সংবাদ পত্রে প্রেরিত বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আরও বলেন, গনতন্ত্র পূনরূদ্ধার আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার অপরাধে সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের উদ্দেশ্যে সারা দেশের নেতা কর্মীদের কারাগারে নিক্ষেপ করেছে। সে অনুযায়ী হবিগঞ্জ জেলার ছাত্র আন্দোলনের অগ্র সৈনিক সৈয়দ মুশফিক আহমেদ ও রুবেল আহমেদ চৌধুরীর মুক্তির জোর দাবী জানান।