মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়কে নিরাপত্তা, আমাদের অধিকার এই শ্লোগানকে সামনে রেখে মাধবপুর বাস, ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি চালক সমবায় সমিতির আয়োজনে এবং ব্র্যাকের নিরাপদ সড়ক কর্মসূচির সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিআরটি এর সহকারী পরিচালক হাবিবুর রহমান, সিএনজি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, ট্রাক সমবায় সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক চেনু মিয়া, মাইক্রোবাস সমবায় সমিতির সভাপতি নুরুল আলম রিপন, বাস শ্রমিক সাধারণ সম্পাদক হরিদাস রায় প্রমূখ।