মখলিছ মিয়া ॥ বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচী আইডিপির বানিয়াচং চৌধুরী বাজার শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্থানীয় চৌধুরী বাজার ব্র্যাক অফিসে এসে শেষ হয়। পরে চৌধুরী বাজার শাখার এলাকা উন্নয়ন সমন্বয়কারী বৃন্দাবন সাহার পরিচালনায় বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিস্ট শিক্ষা কর্মসূচীর মোঃ মোস্তফা কবির, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মোঃ মখলিছ মিয়া, সাংবাদিক কামরুল হাসান কাজল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচী সংগঠক মোঃ নোমান মিয়া, সীমা রাণী। এদিকে মার্কুলীবাজার ব্র্যাক শিক্ষা কর্মসূচী আইডিপির উদ্যোগে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ সোহেল রানা।