এক্সপ্রেস ডেস্ক ॥ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিওবার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং থেকেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার অজ্ঞাত স্থান থেকে কয়েকটি টেলিভিশনে পাঠানো এক ভিডিওবার্তায় চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। দমন-পীড়ন, হত্যা-নির্যাতন এবং মামলা-হামলা চলমান আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তিনি মন্তব্য করেন। দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গ্রেপ্তারের পর সালাহউদ্দিন আহমদকে দপ্তর ও দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। রোববার দুপুরের পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। তিনি কেন্দ্রীয় কার্যালয়েও যাচ্ছেন না। তিনি এক ভিডিও বার্তায় বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলবে। সরকার নির্দলীয় সরকারের দাবি না মানায় ও একতরফা নির্বাচনের তফসিল বাতিল না করায় আমরা অবরোধ কর্মসূচি বর্ধিত করছি। শনিবার ভোর ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। ৫৯ ঘণ্টা মেয়াদ বাড়ায় তা এখন ১৩১ ঘণ্টার কর্মসূচিতে পরিণত হলো। সালাহউদ্দিন আহমেদ বলেন, অবরোধ কর্মসূচি বর্ধিত করায় অনেকে কষ্ট হবে। তারপরও এই কষ্ট স্বীকার করে অবরোধ কর্মসূচি পালনের জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ রাখছি।