মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-কাগাপাশা সড়কে বাস চাপায় নিহত হয়েছেন মাখন লাল দাশ (৬৫) নামে এক পথচারী। নিহত মাখন লাল দাশের বাড়ি বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-গত রবিবার বিকেল ৫টার দিকে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস কাগাপাশা ব্রীজের সামনে পথচারী মাখন লাল দাশকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।