প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ১ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৬ টাকার বাজেট ঘোষণা করেন প্যানেল চেয়ারম্যান মোঃ সুজন মিয়া। ইউনিয়ন পরিষদের সচিব নূরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ মাসুক মিয়া, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সোনাওর হোসেন খান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হাসান মুক্তা, মহিলা ইউপি সদস্য আছমা বেগম, পারভিন রহমান শিউলি, ইউপি সদস্য সুমন মিয়া, মোঃ সাইদুর রহমান, সমাজ সেবক হাজী সুহুল আমীন, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, আমিনুর রহমান নোমান, সদ্য প্রয়াত ইউপি সদস্য হাজী বদরুল ইসলাম বকুলের ছোট ভাই মোঃ সেজলু মিয়া প্রমূখ। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে ইউনিয়নে বসবাসরত প্রত্যেক নাগরিককে ইউনিয়নের ধার্যকৃত করসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুধুমাত্র সরকারী সহযোগিতার উপর নির্ভরশীল হলে চলবে না, প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে।