প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার মুরাবন্দ দরবার শরীফের হযরত মাকদুম সৈয়দ সাঈদ আহমেদ চিশতী (রঃ) এর স্ত্রী ও সুলতানশী হাবিলীর সৈয়দ হাছান ইমাম হোসাইনী চিশতীর ওরফে আউলিয়া মিয়া’র বড় বোন সৈয়দ কেনিরুন নেছা বেগম বাধক্যজনিত কারণে গতকাল সকাল ৯টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি—–রাজিন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল আসরের নামাযের পর মুরাবন্দ ঈদ গায়ে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।
নামাযে প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত, মুরিদানসহ অসংখ্যা লোক অংশগ্রহণ করেন। পরিশেষে সিপাহসালা সৈয়দ নাছির উদ্দিন আল মাদানী (রঃ) মাজার প্রাঙ্গনে দাফন করা হয়।
তার মৃত্যুতে মুরাবন্দ দরবার শরীফ, ভক্ত ও মুরিদদানের মাঝে শোকের ছায়া নেমে পড়ে।