নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গত শনিবার সকালে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রাজাবাদ, পিরিজপুর ও হরিপুর গ্রামের ৪টি সিসি রাস্তা, ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এডিপির অর্থায়নে এবং নবীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে উক্ত কাজে ব্যয় হবে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিরা মিয়া গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামান, বিশিষ্ট মুরুব্বী ও প্রাক্তন মেম্বার আব্দুস শহীদ, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এডঃ ফারুক আহমদ, সংশ্লিষ্ট কাউন্সিলর এটিএম সালাম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, উপ সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, এসেসর আবু মুছা, শামীম আহমদ, আব্দুস সামাদ প্রমূখ।
পরে পৌর মেয়র একই দিন সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের রাজনগর গ্রামের দু’টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় গ্রামের মুরুব্বী রফিক মিয়া, বুদর মিয়া, সংশ্লিষ্ট কাউন্সিলর সুন্দর আলী, ঠিকাদার আব্দুল ওয়াহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।