চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রিলেশন এন্টাপ্রাইজ থেকে কিস্তিতে ক্রয় করা সিএনজি অটোরিক্সা নিয়ে ক্রেতার সাথে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গত ২৯ এপ্রিল রিলেশন এন্টারপ্রাইজের মালিক মোঃ মুজিবুল হক ও সিএনজি ক্রেতা জাকির মিয়ার মাঝে এ নিয়ে একটি চুক্তিনামা সম্পন্ন হয়। মুজিবুল হক বলেন, উপজেলার আহম্মদাবাদ ইউপি’র ঘনশ্যামপুর গ্রামের জাকির মিয়া রিলেশন এন্টারপ্রাইজ থেকে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর কিস্তিতে একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-৪৮৭৭) ক্রয় করেন। কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হলে রিলেশনের মালিক ওই সিএনজিটি আটক করে কোম্পানীর কাছে হস্তান্তর করেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠক অনুষ্টিত হলেও ঘটনার নিষ্পত্তি হয়নি। পরবর্তীতে ওই গাড়ীটি ৩ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে কিস্তির বকেয়া ২ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা পরিশোধ করে বাকী ৪৪ হাজার ৩৫০ টাকা গ্রহন করে দলিল সম্পাদন করে দেন জাকির মিয়া। এতে রিলেশন নির্বাহীর সাথে জাকির মিয়ার বিরোধের অবসান ঘটলো।