নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের হিরামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত প্রধান শিক্ষক না থাকায় ছাত্রীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। যার ফলে ঐ বিদ্যালয়ে জে,এসসি ও এসএসসিতে আশানুরুপ ফলাফল অর্জিত না হওয়ায় অবিভাকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছেন মারাত্মক দুশ্চিন্তায়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার একমাত্র হিরামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি শহরের প্রাণকন্দ্র উপজেলা সড়কে অবস্থিত। ১৯৭৭ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বেশ ভাল ফলাফল অর্জন করে আসলেও বিগত ১ যুগ ধরে এ বিদ্যালয়ে তেমন ভাল ফলাফল অর্জন করতে পারেনি। এ নিয়ে বার বার বিদ্যালয় পরিচালনা কমিটির হস্তক্ষেপ কামনা করলে ও দক্ষ পরিচালনা কমিটি না থাকায় কোন সুফল পাওয়া যায়নি। বর্তমানে প্রায় সাড়ে ৩ বছর যাবত এ বিদ্যালয়ে কোন স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এ বিদ্যালয়ে প্রায় ৯শ ছাত্রীদের জন্য রয়েছেন মাত্র ১২ জন্য শিক্ষক। এর মধ্যে ৬ জন স্থায়ী এবং ৬ জন খন্ডকালীন। স্থায়ী শিক্ষকগণ সরকারের এমপিও ভুক্ত নিয়ম মাফিক বেতন পেলেও খন্ডকালীন শিক্ষক বেতন পান মাত্র ২ হাজার টাকার মত। যার কারনে স্থায়ী শিক্ষকরার পাশাপাশি খন্ডকালীন শিক্ষকরাও বিদ্যালয়ের পড়ানোর পরিবর্তে প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত থাকেন। যার ফলে বিদ্যালয়ের সকল ছাত্রীরাই ক্লাস না করে প্রাইভেেেটর প্রতি ঝুকে পড়েছে। তাই জরুরী ভিত্তিতে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ না করলে পড়াশোনা মান দিন দিন আরো নষ্ট হবে বলে অভিভাবকরা মনে করছেন।