প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ যুব এসোসিয়েশন-ঢাকার অভিষেক উপলক্ষে ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউন এ হবিগঞ্জবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে বিকেল ৫ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি, এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিএম দেলওয়ার রানা, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মনোয়ার হোসাইন, বিশিষ্ট শিল্পপতি আকিকুর রহমান, সিরাজুল ইসলাম, কৃষি ব্যাংক সিবিএ কেন্দ্রীয় সভাপতি ফরিদ আহমদ রাজু, বিশিষ্ট আইনজীবী ড. মোঃ কুতুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ কামরুল হাসান। কার্যকরী কমিটির সদস্য পারভেজ চৌধুরী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম চৌধুরী ও যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হোসেন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। অভিষেক অনুষ্ঠানে হবিগঞ্জের ভাস্কর্য শিল্পী নিরঞ্জন মন্ডলকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
সভা শেষে হবিগঞ্জ ও দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় হবিগঞ্জ ও ঢাকার শিল্পীরা গান পরিবেশন করেন।