স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে হবিগঞ্জের ৮ উপজেলার ২৮টি আসনে দাখিলকৃত ৬৫ প্রার্থীর সকলেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে হবিগঞ্জ সদরে ৭ জন, নবীগঞ্জে ৯ জন, বাহুবলে ৭ জন, লাখাইয়ে ৫ জন, আজমিরীগঞ্জে ৫ জন, চুনারুঘাটে ১০ জন, বানিয়াচংয়ে ১২ জন এবং মাধবপুর উপজেলায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তন্মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ২নং আসনে তেঘরিয়া ইউনিয়নের মহিলা মেম্বার মাহমুদা খাতুন ও ৩নং আসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর রীনা রাণী সূত্রধর, নবীগঞ্জ উপজেলার ১নং আসনে বাগাউড়া গ্রামের মোছাঃ সাজনা বেগম এবং ৪ নং আসনে পাইকপাড়া গ্রামের মরিয়ম বেগম একক প্রার্থী হওয়ায় নির্বাচনী বিধি মোতাবেক তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন নির্বাচনে প্রতিটি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একজন ভোটার একই উপজেলার প্রতিটি আসনে ভোট দিতে পারবেন। যে সকল আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না সেই আসনের ভোটাররা ওই উপজেলার অন্য আসনে ভোট দিতে পারবেন।
এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর থেকে প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ করছেন। কেউ কেউ নিজ নিজ দলের নেতাকর্মীদের দিয়ে ভোট চাইছেন।
হবিগঞ্জ সদর উপজেলার প্রার্থীরা হলেন-মাহমুদা খাতুন, রীনা রাণী সূত্রধর, মোছাঃ জরিনা, সামছুন্নাহার বেগম, রোকেয়া আক্তার, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী আক্তার, নবীগঞ্জ উপজেলার প্রার্থীরা হলেন-মরিয়ম বেগম, সাজনা বেগম, আছমা বেগম, ছালেকা বেগম, জাকিয়া আক্তার লাকী, মায়ারুন আক্তার, রাজিয়া বেগম, হোছনা বেগম ও সুরাইয়া আক্তার, বাহুবল উপজেলার প্রার্থীরা হলেন-ফুলমা রানী দেব, আমিনা বেগম, আলফা বেগম, জোৎস্না বেগম, দিলারা আক্তার শিউলী, নাজমুন নাহার (রীতা) ও রাহিলা খাতুন, লাখাই উপজেলার প্রার্থীরা হলেন- মহালক্ষ্মী রানী দাস, জাহানারা বেগম, পারুল বেগম, বুলবুল আরা ও সুফিয়া বেগম, আজমিরীগঞ্জ উপজেলার প্রার্থীরা হলেন-মমতা বেগম, রাজিয়া সুলতানা, রুশেনা আক্তার, শিখা রানী সূত্রধর ও শিপ্রা রানী সূত্রধর, চুনারুঘাট উপজেলার প্রার্থীরা হলেন-আছমা আক্তার, ফেরদৌস বকুল, বিনতা বোনার্জী, ছফিনা খাতুন, দৌলতুন্নেছা বেগম, রোওশনারা আক্তার, লায়লা নূর, শামছুন্নাহার, সালেহা বেগম ও সৈয়দা রুমা আক্তার, বানিয়াচং উপজেলার প্রার্থীরা হলেন-বিউটি রানী দাস, আছমা বেগম, আম্বিয়া বেগম, ইনারা খাতুন, জেসমিন আক্তার, বেলী ইসলাম, মমতাজ বেগম, মাহমুদা খাতুন, রুনা আক্তার, শিরিকা বেগম, সাবেরা খাতুন ও রাহেলা হক এবং মাধবপুর উপজেলার প্রার্থীরা হলেন-আকলিমা আক্তার, পারভীন আক্তার, ফরিদা খাতুন, ফাতেমা রহমান, শাহানা বেগম, ইসরাত জাহান ডলি, জোসনা আক্তার, মাহমুদা হানিফ, শ্যামলী রানী দেব ও সেলিনা আক্তার।