স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে কোর্ট থেকে বাহিরে যাবার সময় ফিল্মী স্টাইলে প্রেমিকাকে তুলে নেয়ার চেষ্টা করেছে সাবেক প্রেমিক ও তার দলবল। ব্যর্থ হয়ে পিঠিয়ে আহত ও শ্লীলতাহানি করেছে। এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গতকাল রবিবার হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকায়।
আহত সূত্রে জানা যায়, সদর উপজেলার ব্রাক্ষ্মণডোরা গ্রামের মেয়ে প্রাণ কোম্পানীর শ্রমিক (২০) এর সাথে রং নাম্বারে পরিচয় হয় হবিগঞ্জ শহরের টমটম চালক সামসুল হক (২৫) এর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের সম্পর্কে চীর ধরে। এদিকে গত শনিবার মেয়েটি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে আসলে সামসুল তাকে পেয়ে জোরপূর্বক তুলে নেবার চেষ্টা করে। এসময় সিদ্দিক মিয়া (২৫) নামে এক যুবক মেয়েটিকে রক্ষা করে। এদিকে গতকাল রবিবার কোর্টে এফিডেভিটের মাধ্যমে সিদ্দিকের সাথে মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর রিক্সাযোগে কোর্ট থেকে বাসায় যাবার পথে কলেজ রোড এলাকায় সামসুল তার কতেক সহযোগি নিয়ে সিদ্দিককে মারধর করে মেয়েটিকে শামসুলের বাড়ি নিয়ে যায়। পরে স্তানীয় লোকজনের সহযোগীতায় শামসুলের কবল থেকে সিদ্দিক মেয়েটিকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।