প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ছাত্র রাজনীতির কর্ণধার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবীতে বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে গতকাল দুপুর ১ ঘটিকায় কলেজ ছাত্রদল এক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি‘র সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও সাইদুর রহমান। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য আলী মোঃ ইউসূফ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজ সিদ্দিকী, আল আমিন তালুকদার, ইলিয়াছ আলী, রেজাউল করিম, মোহন চৌধুরী, মোঃ ইউনুছ, আল আমিন হোসেন, মোজাক্কির মিয়া, রুবেল আহমেদ, মারজু আহমেদ, উচ্ছাস সওদাগর, হাকিম আলী, আশিষ দাস, নাবিল মিয়া, লিটন আহমেদ, তানভীর হোসেন, সজল, জীবন, জুবায়েদুর রহমান শুভ, আমির হোসেন, এমরান আহমেদ, দীপু, রাকিব, ইকবাল হোসেন, আব্দুল কদ্দুছ, সুজন মিয়া, রিয়াদ, জাকারিয়া, মুন্না, এনাম, রাসেল প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হবিগঞ্জের স্বচ্ছ রাজনীতির অকুতোভয় জিয়ার সৈনিক সৈয়দ মুশফিক আহমেদকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে কলেজ ছাত্রদল সকল ছাত্র-ছাত্রীকে সাথে নিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিবে।