স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মনতলা তেমুনিয়া এলাকা থেকে ৪৪ পিছ ইয়াবা ও সিএনজি সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১৫দিনে কারাদন্ড প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান, গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি মনতলা বিওপির নায়েক সায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল উল্লেখিত এলাকায় হরষপুর থেকে মাধবপুর গামী একটি সিএনজি তল্লাশী করে ৪৪পিছ ইয়াবাসহ উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের নানু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮) কে আটক করে। সন্ধ্যায় আটককৃত মাদক পাচারকারীকে উপজেলা নিবার্হী কর্মকর্তা রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিল্লালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।