প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবীতে বাহুবল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলার মিরপুর বাজার প্রদক্ষিণ করে মিরপুর পয়েন্ট এলাকায় এক পথসভায় মিলিত হয়। বাহুবল উপজেলা ছাত্রদল নেতা জানে আলম জুয়েল এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তাহির মিয়ার পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্যে রাখেন, ছাত্রদল নেতা আল আমিন চৌধুরী, মাহবুব আহমেদ, রুবেল সরকার, শামীম উসমান, হাসান, জুয়েল, শাহ আলম, শাওন, আলফু, রুমান, ফয়সল, রাজু, এমরান, কলেজ ছাত্রদল নেতা আরিফ, রাজু, আল এমরান, সুমন, কাউছার, নাহিদ, সোহাগ, সোহাগ ২, মহসিন, কদ্দুস, আজীজ, মাসুক, জুনাহিদ, অলি, সিয়াব, মাসুম, মমিনুল, আজিজুল, জুয়েল, কালাম, সায়েম, নওশদ, আনিসুর রশিদ, ফয়সল, শামসু, এনামুল, অনিম, মোসলিম, সবুজ, জুনাহিদ প্রমূখ। পথ সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে ফ্যাসিবাদী সরকার যতক্ষন পর্যন্ত মুক্তি না দিবে, ততক্ষন পর্যন্ত বাহুবল উপজেলা ছাত্রদলের কান্ডারী জানে আলম জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে।