স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বহুলা গ্রামে প্রস্তাবিত এমপি আবু জাহির বহুলা হাইস্কুল এর মাটি ভরাট কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতকাল দুপুরে ট্রাক্টরের মাধ্যমে মাটি ভরাটকালে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও যুবকরা উপস্থিত ছিলেন।
মাটি ভরাটকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, শাহ মতিউর রহমান, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জাকারিয়া চৌধুরী, জাহির আহমেদ, আব্দুল মালেক মেম্বার, সৈয়দ হোসেন, শামিম আহমেদ, মশিউর রহমান কামাল, আব্দুল গনি সরদার, তানভীর আহমেদ জুয়েল, সামছুল আলম, লস্কর গাজী, শামীম আহমেদ, ফুল মিয়া, আহমদ আলী, আলমগীর মিয়া, রশিদ মিয়া, অনু মিয়া প্রমুখ।
মাটি ভরাট উপলক্ষে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। শীঘ্রই এমপি আবু জাহির এই প্রতিষ্ঠানের ভিত্তিপস্থর স্থাপন করবেন এবং জানুয়ারী মাস থেকেই হাই স্কুলের ক্লাশ শুরু হবে বলে এলাকাবসী আশাবাদ ব্যক্ত করেছেন।