স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ১৮ দলীয় জোটের একটি কর্মীও বেচে থাকতে বাংলাদেশের মাটিতে কোন প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে ১৮ দলীয় জোটের আন্দোলনের মুখে সরকারকে মতা ছাড়তে বাধ্য হবে।
তিনি গতকাল বিকেলে সদর উপজেলার সাধুর বাজারে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন।
মেয়র জি কে গউছ আরও বলেন- নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের গণদাবিকে উপেক্ষা করে সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে গোটা জাতিকে এক চরম রাজনৈতিক সংকটে ঠেলে দিয়েছে। এই বাকশালী সরকার ১৮ দলের আন্দোলনকে দমন করতে আইন-শৃংখলা বাহিনী ও তাদের দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করছে। মেয়র বলেন- দেশের মানুষ একতরফা পাতানো নির্বাচন মেনে নেবে না। আন্দোলনের মাধ্যমেই তাদের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার তারা আদায় করবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম ফজলের সভাপতিত্বে ও হাফেজ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, বিএনপি নেতা লুৎফুর রহমান, উলামাদল নেতা হাফেজ শেখ উসমান গনি, আলাউদ্দিন, আব্দুল মতিন, মাওলানা হাম্মাদ, মমিনুল ইসলাম মমিন, নজির আহমেদ, হেলাল মিয়া, আহম্মদ আলী, দুলাল আহমেদ, আলমগীর, আলকাস, বকুল, সৈয়দ মিয়া, সেলিম, মিয়া, জেলা উলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, শাহ মশিউর রহমান কামাল, শাহ আলম, সফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, গোলাম কাওছার ঝলক, গোলাম মাহবুব, রুমেল খান চৌধুরী, রবিউল আলম রবি প্রমুখ।