আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ২০১৫-২০১৬ অর্থ বছরে নতুন করারোপ ছাড়া ৯৮ লাখ ২৮ হাজার ৯শ ৫০ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান শামছুল ইসলাম মামুন এ বাজেট ঘোষণা করেন। ইউপি সেক্রেটারী মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় বাজেট সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আখলিমা আক্তার, মমতাজ বেগম, খলিলুর রহমান, বেনু মিয়া, আশিকুর রহমান মিলন, রফিকুল ইসলাম, জিতু মিয়া ও স্বপন কুমার প্রমুখ। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৯৬ লাখ ৯৭ হাজার ৪শ ৫০ টাকা ও উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৫শ টাকা।