স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের সইদ্যাটুলা গ্রামে ভাইয়ের আঘাতে আবু তালেব (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। সে ওই গ্রামের শওকত আলীর পুত্র। গতকাল রবিবার সকালে তালেবের চাচাতো ভাই জয়নাল আবেদীন (৩০) ধারালো অস্ত্রের আঘাতে তালেব গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।