নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার খ্যাতিমান সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর আর নেই। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় সিলেটস্থ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি. . . রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, মা, ১ ছেলে, ১ মেয়ে, ৪ বোন ও একমাত্র ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ গতকাল দিন বেলা সাড়ে ৫ টায় নবীগঞ্জের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার হাজারো মানুষের ঢল নামে। জানাযার নামাজের পুর্বে প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, প্রতিদিনের বানী সম্পাদক মোঃ শাবান মিয়া, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, খোয়্ইা সম্পাদক শামীম আহসান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম ও মরহুম সাংবাদিকের একমাত্র ভাই সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাপদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ সময়ের সম্পাদক মোঃ আলা উদ্দিন, বিবিয়ানা সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোশাহিদ আলী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাপদক আবু সিদ্দীক, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন, প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামান, জেকে হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সময় টিভি প্রতিনিধি মিলন রশীদ, প্রথম আলো জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোস্তাকিম আলী, ইসলামি টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি ছানু মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোহাম্মদ আলী শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এডঃ ফারুক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শহীদ সাহিদ মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কাউন্সিলর সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সহ সভাপতি এমএ আহমদ আজাদ, আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, অফিস সম্পাদ জাকির আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মছদ্দর আলী, রাকিল হোসেন, মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ, আলাউর রহমান, দৈনিব এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, শাহ মিজানুর রহমান, শাহ মিলাদুর আবেদ, মতিউর রহমান মুন্না, শাহ তজমুল আলী নীলু, শাহ মুছা আহমদ ও প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, প্রমূখ।
এছাড়া সাংবাদিক খেজুরের মৃত্যুর খবর পেয়ে নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ নবীগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ তার বাড়িতে ছুটে যান এবং মরহুমের শোর্কাত পরিবারকে শান্তনা দেন।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৭মে সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেন। তিনি ১৯৭৮ সনে হবিগঞ্জ থেকে প্রকাশিক সাপ্তাহিক স্বাধীকার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তার দীর্ঘ কর্মময় জীবনে জাতীয় পত্রিকা দৈনিক খবর, দৈনিক আমার দেশ, দৈনিক যুগভেরী, দৈনিক সিলেটের ডাক ও দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক খোয়াইসহ অসংখ্য পত্রিকায় কাজ করেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ বাড়িতে আসার সাথে সাথে সহকর্মী সাংবাদিকসহ শত শত মানুষ ভীড় করেন মরহুমের গ্রামের বাড়ি পৌর এলাকার রাজনগর গ্রামে। এ সময় শোকার্ত পরিবারের আহাজারীতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।