স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে রাহেলা বেগম (৫০) নামে এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী। জানা যায়, স্বামী মারা যাবার পর সন্তানাদি নিয়ে মানবেতর জীবন যাপন করছিল রাহেলা। গত শুক্রবার দুপুরে রাহেলা বিষপান করে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।