স্টাফ রিপোর্টার ॥ নেপালে কয়েকদিনের দফায় দফায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে হবিগঞ্জে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক আয়োজন সত্ত্বেও প্রচার প্রচারণার অভাবে এতে তেমন লোকসমাগম হয়নি। ফলে সহায়তার অর্থ সংগ্রহও অনেক কম হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, বহুজাতিক কোম্পানী প্রাণ-আরএফএল এর সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এ কনসার্টের আয়োজন করে। শুক্রবার জালাল স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেশমী, ক্লোজআপ ওয়ান তারকা বাপ্পি ও তিনা। এদিকে কনসার্ট উপলক্ষে জেলা শহরে তেমন কোন প্রচার প্রচারণা চালানো হয়নি। এ ব্যাপারে আয়োজকরাও তেমন কোন উদ্যোগ গ্রহণ করেনি। ফলে কনসার্টে লোক সমাগম ছিল অত্যন্ত নগণ্য। এ ব্যাপারে জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, কনসার্টের ব্যয় বহন করেছে প্রাণ-আরএফএল কোম্পানী। এখানে দর্শকদের জন্য কোন টিকেট ছিল না। শুধু কোম্পানীর একটি পণ্য বিক্রি করা হয়েছে। তা থেকে যে আয় হয়েছে সে টাকা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া হবে।