বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ পুলিশ সুপারের আমন্ত্রনে নবীগঞ্জ উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির ১৩ ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভার সভাপতি সম্পাদকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল হবিগঞ্জ পুলিশ লাইনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও নবীগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আব্দুল বাতেন, ছাইম উদ্দিন, দিলাওর হোসেন, নজরুল ইসলাম, এডঃ মাসুম আহমেদ জাবেদ, আবুল খায়ের গোলাপ, মোঃ আনোয়ারুর রহমান, মেহের আলী মহালদার। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, রুবেল মিয়া, মোজাহিদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনগণের সঙ্গে এক সাথে মিলে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খাঁনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩০ মে নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর মহা-সমাবেশ সফল করার অনুরোধ জানানো হয়।