‘বানিয়াচংয়ে দুই পলাতক আসামী গ্রেফতার’ শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়। বানিয়াচঙ্গ থানা থেকে ই-মেইলে প্রদত্ত সংবাদে বলা হয়, বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে নারী শিশু মামলাসহ পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-বানিয়াচং সদরের (শেষ পৃষ্ঠার পর) কালীকাপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে ফয়সাল মিয়া ও নয়া পাথারিয়া গ্রামের মৃত হাছন আলীর ছেলে রুবেল মিয়া। প্রকৃতপক্ষে রুবেল মিয়া নারী শিশু মামলার কোন আসামী নয়। তাদেরকে গত শুক্রবার গ্রেফতারও করা হয়নি।
বানিয়াচঙ্গ থানা থেকে শুক্রবার গ্রেফতারকৃত আসামীর ছবি ও সংবাদের স্থলে ভুলবশত কম্পিউটারে সেইভ করে রাখা ২৩-৩-২০১৫ইং তারিখের অভিযানের ছবি ও সংবাদটি ই-মেইল করা হয়। যা সংবাদপত্রে প্রকাশিত হয়। এ অনিচ্ছাকৃত ত্র“টির জন্য থানার সংশ্লিষ্ট অপারেটর ও পত্রিকা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।