প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর একটি প্রতিনিধি দল হবিগঞ্জ পৌর এলাকা সফর করেছে। গতকাল শনিবার সকালে ওই প্রতিনিধি দল হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌর পরিষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন। বিএমডিএফ এর আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী। সভায় আগত অতিথিবৃন্দকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্মাননা পদক ও ফুলের তোড়া উপহার দেন মতবিনিময় সভার সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম ও পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন।
এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আব্দুল আউয়াল মজনু ও হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হবিগঞ্জ পৌর এলাকায় বিএমডিএফ-এর আওতায় পরিচালিত চলমান উন্নয়ন কর্মকান্ডগুলোর কাজ সরেজমিন পরিদর্শন করেন। রাস্তা ড্রেনসহ উন্নয়ন প্রকল্পগুলোর কাজ পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।