স্টাফ রিপোর্টার ॥ ৬ বারের এমপি সদ্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে মনোনয়ন না দেয়ায় নির্বাচন বর্জন ও আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট মাহবুব আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ মেজর জেনারেল এম এ রব গোল চত্বরে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ অবরোধকালে এক সমাবেশে বক্তারা এ ঘোষণা দেয়। শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগ সভাপতি শহীদ উদ্দিন জিসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সজল দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, উপজেলা যুবলীগ সংগঠনিক সম্পাদক আব্দুল হ্ন্নাান, যুবলীগ নেতা চান্দ আলী। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে ৬ বারের নির্বাচিত এমপিকে বাধ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবে না। তারা বলেণ, এনামুল হক মোস্তফা শহীদকে এমপি প্রার্থী করা না হলে নির্বাচন বর্জন করা হবে। এদিকে বিকেলে ৪টা থেকে মহাসড়কের শায়েস্তাগঞ্জে অবরোধ করায় জেলা শহরের সাথে চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দূর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। উল্লেখ্য হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ৬ বারের নির্বাচিত এমপি এনামুল হক মোস্তফা শহীদকে বাদ দিয়ে সুপ্রীম কোর্ট আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব আলীকে এবার মনোনয়ন দেয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে।