নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ স্বাধীনতার ৪২ বছর পর হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে আওয়ামীলীগ থেকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন এডভোকেট মাহবুব আলী। সেই প্রাদেশিক পরিষদ থেকে শুরু করে এ আসনে একচ্ছত্র অধিপতি ছিলেন চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চলতি বছর তিনি অর্জন করেছেন একুশে পদক। সেই বর্ষিয়ান নেতা এনামুল হক মোস্তফা শহীদকে মনোনয়ন দৌড়ে হারিয়ে আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলী আওয়ামীলীগের টিকিট ভাগিয়ে নেন। মাহবুব আলীর সাথে মাধবপুরের সাধারণ মানুষের পরিচয় থাকলেও চুনারুঘাট উপজেলার সাধারণ মানুষ তার মুখ তেমন একটা দেখেননি। এখানে একেবারেই তিনি নতুন মুখ। মোস্তফা শহীদের বাদ পড়া এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে কম পরিচিত মাহবুব আলীকে মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটে মিশ্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জানান, হবিগঞ্জ-৪ আসনে ৭০ এর পর থেকে এনামুল হক মোস্তফা শহীদের হাত ধরে বার বারই নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে। মোস্তফা শহীদ ছিলেন সবার কাছে গ্রহনযোগ্য ব্যাক্তিত্ব। দল-মত নির্বিশেষে তাকে সবাই শ্রদ্ধা করতেন। আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের ধারণা, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় এবং এ আসনে সৈয়দ ফয়সলকে প্রার্থী দেয়া হয় তবে এডভোকেট মাহবুব আলীকে বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করেই আসতে হবে। প্রার্থী মনোনয়নের ব্যাপারে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু বলেন, এনামুল হক মোস্তফা শহীদ রাত-দিন এলাকার উন্নয়নে কাজ করেছেন। তিনি পরীক্ষিত ভাল মানুষ। কি জন্য মোস্তফা শহীদকে বাদ দেওয়া হয়েছে, তা বোধগম্য নয়। তারপরও আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলের প্রার্থীর পক্ষেই প্রচারণায় অংশ নেব। মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম বলেন, মোস্তফা শহীদ দীর্ঘদিন ধরে সংসদ সদস্য ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ। প্রতি সপ্তাহে তার ২ বার ডায়ালাইসিস করাতে হয়। সে হিসেবে হাই কমান্ড হয়তো তাকে বাদ দিয়ে মাহবুব আলীকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষেই কাজ করতে হবে। মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, আওয়ামীলীগের কর্মী হিসেবে নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, তার জন্যই আমরা কাজ করবো। অ্যাডভোকেট মাহবুব আলী মানুষ হিসেবে খুবই ভাল। তবে নির্বাচনী এলাকায় তার আসা-যাওয়া কম। এ জন্যে অনেক কষ্ট করতে হবে তাকে। এনামুল হক মোস্তফা শহীদকে মনোনয়ন দেওয়া হলে নৌকার বিজয়টা সহজ হতো বলে তিনি মনে করেন। এদিকে সাধারণ নেতা-কর্মীরা বলেন, হবিগঞ্জ-৪ আসনটি আওয়ামীলীগের শক্ত ঘাঁটি। এখানে মাইনরটি ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার। ওই ভোটররা প্রার্থীকে প্রাধান্য না দিয়ে নৌকাকেই বেশী পছন্দ করেন। তবে নতুন প্রার্থী হিসেবে মাহবুব আলীকে ভোটারের মন জয় এবং চুনারুঘাটের নেতা-কর্মীর বিরোধ নিষ্পত্তি করতে হবে। খোঁজে বের করতে হবে ত্যাগী-অবহেলিত নেতা-কর্মীদের। এবং সেটা করতে হবে এখনই।