প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ ৩ মাস ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন জেলা বিএনপির সদস্য ও বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত তাকে জামিন দেয়। বিএনপি নেতা তুষার চৌধুরীর পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল, এডভোকেট মাহফুজ উদ্দিন চৌধুরী খোকনসহ বিপুল সংখ্যক আইনজীবী। এদিকে জামিন লাভের পর গতকাল বিকেলে তুষার চৌধুরী জেলা কারাগার থেকে বের হলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরানসহ নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।