রিফাতউদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার জন্য ৪টি সংরক্ষিত আসনের জন্য ১০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মঘর ইউনিয়নের মহিলা সদস্য মোছাম্মদ মাহমুদা হানিফ, চৌমুহনী ইউনিয়নের মহিলা সদস্য সেলিনা আক্তার, মহিলা সদস্য ফরিদা খাতুন, আদাঐর ইউনিয়নের মহিলা সদস্য পারভীন আক্তার, জগদীশপুর ইউনিয়নের মহিলা সদস্য শাহেনা আক্তার, বুল্লা ইউনিয়নের মহিলা সদস্য আকলিমা আক্তার, নোয়াপাড়া ইউনিয়নের মহিলা সদস্য শ্যামলী রানী দেব, ছাতিয়াইন ইউনিয়নের মহিলা সদস্য ফাতেমা রহমান, বাঘাসুরা ইউনিয়নের মহিলা সদস্য জোসনা আক্তার, পৌরসভার মহিলা কাউন্সিলর ইশরাত জাহান ডলি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৩ মে মনোনয়ন পত্র বাচাই, ৩০ মে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ৩১ মে প্রতীক বরাদ্ধ দেয়া হবে। ১৫ জুন উপজেলার পরিষদ মিলনায়তনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩৬জন।