প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এর হাওর ক্যাম্পেইন গ্র“পের সদস্য এসেড হবিগঞ্জ এর আয়োজনে “গ্রামীণ জীবনের গল্প” শিরোনামে নাটক ও বাউল পালাগান অনুষ্ঠিত হয়। পালাগানে কৃষক হিসেবে পূরুষ বাউলের ভূমিকায় বাংলাদেশের বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের অন্যতম প্রধান শিষ্য বাউল আব্দুর রহমান এবং কৃষাণীর ভূমিকায় বাউল হেলেনা আক্তার গানের মাধ্যমে কৃষি ও গ্রামীণ জীবনে নিজেদের অবদান উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। বিভিন্ন প্রশ্ন ও যুক্তি খন্ডনের মাধ্যমে কৃষক ও কৃষাণী বাউল একে অন্যকে স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। দর্শকরা বিপুল করতালির মাধ্যমে তা উপভোগ করেন। বিশেষ করে কৃষাণী যখন কৃষককে প্রশ্ন করেন তখন দর্শকরা মূহুর্মূহু করতালির মাধ্যমে ও ঠিক ঠিক বলে কৃষাণীর পক্ষে তাদের অবস্থানের ঈঙ্গিত প্রদান করেন। দুইজনের পাশাপাশি গান পরিবেশন করেন বাউল আব্দুর রহমানের অন্যতম শিষ্য রুবেল সরকার। পালাগানের প্রারম্ভে আয়োজক সংস্থা এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং হাওরাঞ্চলের জীবনযাত্রা, গ্রামীণ জীবনযাত্রা কৃষি ও জাতীয় উন্নয়নে কৃষক ও কৃষাণীর অবদান তুলে ধরেন। পালাগানের পূর্বে উমেদনগর ফ্রেন্ডস ক্লাব পরিবেশন করে তাদের প্রযোজনায় বয়রা সমাচার নামক নাটকটি। নাটকের মাধ্যমে সমাজে নারীর অবদান সম্পর্কে নেতিবাচক মনোভাবের বিষয়টি উঠে আসে।