স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনার পর নিহত আব্দুল আজিজ এর ২ ছেলে-মেয়েসহ স্ত্রী ফায়েজা খাতুন (৩২) রহস্যজনক কারণে নিখোজ থাকার ৫দিন পর অপহরণ মামলা দায়ের করা হয়েছে। ফায়েজা খাতুনের পিতা হিরা মিয়া বাদী হয়ে গতকাল আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছে-লাখাই উপজেলার নোয়াগাও গ্রামের জলিল মিয়া, আব্দুল কাইয়ূম, ছোট্টনী বেগম, মোবারক মিয়া, আয়নাল হক, শাহ আহম্মদ, আল আমিন, বাছির মিয়া, নুর মিয়া, হাফিজুল মিয়া, মফিজুল মিয়া, নুর উদ্দিন ও কাউছার মিয়া।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ নভেম্বর সেমাবার বিকালে ফায়েজা তার দুই সন্তানসহ বাবার বাড়ীতে বেড়াতেন যান। সে বেড়াতে থাকা অবস্থায় নোয়াগাও গ্রামে মেম্বার জলিল মিয়া ও মেম্বার মালেক মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষের পর রাত ১২ টার দিকে ফায়েজা খাতুনের স্বামী আব্দুল আজিজ কালাউক সড়ক বাজার সংলগ্ন ভাদিকারা গ্রামের ওয়াজ মাহফিল থেকে বাড়ী ফেরার পথে খুন হয়। পরদিন নিখোজ ফায়েজা খাতুন তার ২ সন্তান ও পরিবারের অন্যন্যাদের নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে আব্দুল আজিজকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখে এই খুনের ঘটনা রহজ্যজনক ভেবে কান্নাকাটি করলে তাদের পানি পান করানোর কথা বলে প্রতমে বামৈ হাসপাতালের পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যায়। পরে আসামীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ফায়েজাকে তার ২ সন্তানসহ অপহরণ করে। অনেক খোজাখুজি করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফায়েজার পিতা হিরাজ মিয়া তার মেয়ে ফায়েজা খাতুন নিখোয়জ থাকায় গত ২৯ নভেম্বর লাখাই থানায় একটি জিডি করে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় সাহাদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়। পরে আব্দুল আজিজ নামে আরেক ব্যক্তি মারা যায়। তবে আজিজের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে প্রতিপক্ষকে ফাঁসাতে রিক্সা চালক আজিজকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী মামলা দায়েরে রাজি না হওয়ায় ফায়েজাকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে।