বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সদরের হামিদনগর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আফতাব উদ্দিন (৭০) আর নেই। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না…. রাজিউন)। তিনি বছর খানেক যাবৎ কোমর ব্যথা ও শ্বাসকষ্টজনিক সমস্যায় ভোগছিলেন। এ জন্য তিনি সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার চিকিৎসাও নিয়ে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৪কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে বাহুবল সহ বিভিন্ন স্থানের শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ সকাল ১০ টায় দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, সাংবাদিক নূরুল ইসলাম মনি, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদুল হক, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুল আমীন প্রমুখ।