চুনারুঘাট প্রতিনিধি ॥ পূর্ব বিরোধের জের ধরে চুনারুঘাট উপজেলার সোনাতলা গ্রামের কাঠ মিস্ত্রি জালাল মিয়া (৪০) কে মারধর করা হয়েছে। হামলাকারীরা তার নিকট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।
জালাল মিয়া জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে একদল লোক ভোলারজুম বাজার নামক স্থানে একদল লোক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। এ সময় তার নিকট থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সুরচিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যায়। আহত কাঠ মিস্ত্রি জালাল মিয়া বাদী হয়ে ৩/৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।