মাধবপুর প্রতিনিধি ॥ মাওলানা রাশিদুর রহমান ফারুক বলেছেন- পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে পরিচালিত করতে পারলেই আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব। সমাজ থেকে অস্তিরতা দুর করতে হলে ইসলামী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। কওমী মাদ্রাসার ছাত্ররা কখনও সন্ত্রাস ও জঙ্গীবাদকে লালন করে না।
তিনি শনিবার রাতে মাধবপুর যুব তাফসির কমিটির আয়োজিত ৭দিন ব্যাপী তাফসির মাহফিলের আখেরী মোনাজাতের আগে বয়ান করতে গিয়ে এ কথা বলেন। মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে পযার্য়ক্রমে বয়ান করেন মাওলানা হাফেজ তাফাজ্জুল হক, নোয়াখালীর পীর আলহাজ্ব মাওলানা হাফেজ ওমর মুকাদ্দাস্, আলহাজ্ব মাওলানা জুনায়েত আল হাবিব, আলহাজ্ব মাওলানা যোবায়ের আহমদ আনসারী, আলহাজ্ব মাওলানা সাজিদুর রহমান, আলহাজ্ব মাওলানা মুফতি নোমান হাবিবী, আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ উসমানী, আলহাজ্ব মাওলানা আবু সালেহ সাদী, আলহাজ্ব মাওলানা মেরাজুল হক কাসেমী, আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব মাওলানা আশ্রাফ আলী, আলহাজ্ব মাওলানা মামুনুল হক, আলহাজ্ব মাওলানা আবুল কালাম, আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান, আলহাজ্ব মাওলানা কেফায়েত উল্লাহ, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন খাঁন প্রমূখ।