গাওছুল ইমাম চৌধুরী সুজন, ম্যানচেস্টার (যুক্তরাজ্য) প্রতিনিধি ॥ যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ’৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি গউস মিয়া, সৈয়দ মাহমুদুর রহমান, যুগ্ম সম্পাদক ডি এন কুরাইশি, রুহুল আমিন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক গাওছুল ইমাম চৌধুরী সুজন, সুরত মিয়া, ফারুক আহমেদ, চৌধুরী মুস্তাকিম বিল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মইন আহমেদ লিটন, জাহাঙ্গীর আলম, শামসু মিয়া, আমিনুল হক অয়েস, ফয়জুল হক জুয়েল, রুহুল আমীন রুহেল প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করলে উন্নয়নের ধারা সূচিত হতো না। দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও একাত্তরের ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচার কখনও হতো না। বর্তমান বিশ্বে বাংলাদেশ ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে পরিচিতি পেত না।