মাধবপুর প্রতিনিধি ॥ বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুর উপজেলা সদর যানজটের কবল থেকে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি আদালতের নির্দেশে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর সদরের ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এবারের উচ্ছেদ যে কোনো সময়ের চেয়ে সফল হয়েছে। অতিতে উচ্ছেদের পর ফের দখলের মহোৎসব চলত। কিন্তু দখল মুক্ত এসব জায়গায় বর্তমানে সিএনজি সহ অন্যান্য যানবাহন রাখার সুবিধা হওয়ায় এখন রাস্তায় আর তেমন যানজট নেই। মাধবপুর বেবী-ট্রক্সি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া জানান, সরকার দখল মুক্ত এসব জায়গায় স্থায়ীভাবে টার্মিনাল নির্মাণ করে দিলে মাধবপুরে রাস্তায় আর কোনো যানজট থাকবে না।