প্রেস বিজ্ঞপ্তি ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ফ্রিল্যান্সার টু অন্ট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচি’-র আওতায় ফ্রিল্যান্সারদের অন্ট্রপ্রনর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩১মে থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগামী ২৪মে এর মধ্যে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য ফ্রিল্যান্সারগণকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, নির্বাচিত সংখ্যক ফ্রিল্যান্সারগণকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণের
ঠিকানাঃ
িি.িভৎববষধহপবৎঃড়বহঃৎবঢ়ৎবহবঁৎ.পড়স