চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি বস্তি এলাকার কৃষক আফছার উদ্দিনের পুত্র ছায়েদ আলী (৪০) কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৩টায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত ছায়েদ আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।