নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যৌথ ব্যবসার পুজি আত্মসাৎ ও ব্যবসার চাল চুরির অভিযোগে উপজেলার করগাও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে ব্যবসায়িক পার্টনার ডিড রাইটার বিভু আচার্য্য বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২, অতিরক্তি জেলা ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-২ ও সিভিল আদালতে পৃথক ৪টি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার করাগাও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদ একজন ব্যবসায়ী হওয়ায় বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীর সাথে সুসম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীকে লাভজনক ব্যবসার প্রলোভন দেখিয়ে ব্যবসার অংশীদার করে ওসমানী রোডস্থ একতা ট্রেডার্স নামে একটি ধান-চাউলের আড়ৎ খোলে। বিভু আচার্য্য দলিল লেখার কাজে ব্যস্ত থাকায় এবং মাছুম চৌধুরীও ব্যবসায় অনবিজ্ঞ থাকায় ৩ পার্টনারের মৌখিক চুক্তিতে ব্যবসার অভিজ্ঞ আব্দুল ওয়াহিদকে ব্যবসার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং বিভু আচার্য্যরে নামে ট্রেড লাইসেন্স ও বিভিন্ন ব্যাংকে একাউন্ট খোলা হয়। কিছুদিন ব্যবসায় লাভজনক দেখিয়ে সুচতুর আব্দুল ওয়াহিদ ব্যবসাকে আরো বড় করার জন্য ব্যাংক থেকে ঋণ উত্তোলনের প্রস্তাব দেয়। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ ইসলামী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা বিভু আচার্য্য ও আব্দুল ওয়াহিদ এর নামীয় ভূমি বন্ধক রেখে ঋণ গ্রহণ করা হয়। কিছু দিনের মধ্যেই আব্দুল ওয়াহিদ জানায় ইসলামী ব্যাংক থেকে প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার মিজানুর রহমান চৌধুরীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার নিজ নামে ২৫ লাখ টাকা ঋণ উত্তোলন করেছি। ওয়াহিদ জানায় যে প্রাইম ব্যাংকের ম্যানেজার এর সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাদেরকে ইসলামী ব্যাংকের বন্ধককৃত ভূমির পরিবর্তে একতা ট্রেডার্স এর নামে ২৫ লাখ টাকা ঋণ দেবে। এর পর তড়িগড়ি করে ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করে একতা ট্রেডার্সের নামে প্রাইম ব্যাংক থেকে ২৫ লাখ টাকা ঋণ উত্তোলন করা হয়। মামলায় উল্লেখ করা হয়, বিভু আচার্য্য একজন সু-পরিচিত ডিডরাইটার হিসাবে অফিসের কাজে ব্যস্ত থাকায় বিভিন্ন ব্যাংকের চেকের পাতায় অগ্রিম সাক্ষর রেখে আব্দুল ওয়াহিদ ব্যবসা পরিচালনার জন্য নিজ দায়িত্বে রাখে। বিভু আচার্য্যরে সরল বিশ্বাসকে পুঁজি করে বিগত ২০১২ সনের ৩০ ডিসেম্বর ও ২০১৩ সনের ১ জানুয়ারী আব্দুল ওয়াহিদ ২৫ লাখ টাকা উত্তোলন করে। কিন্তু উক্ত টাকা ব্যবসার কাজে বিনিয়োগ না করে সুচতুর ওয়াহিদ নিজ কাজে ব্যবহার করে। চালের দোকানে বেচাকেনা ও লেনদেন সঠিক ভাবে না হওয়ায় ৩ পার্টনারের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে নবীগঞ্জ প্রাইম ব্যাংকে যোগাযোগ করে দেখা যায় সি সি লোনের সমস্ত টাকা আব্দুল ওয়াহিদ উত্তোলন করেছে। উক্ত টাকার যথাযথ হিসাব প্রদানের জন্য অপর পার্টনারগণ চাপ প্রয়োগ করলে তার পিতা মুকিম আলী ও ভাই সহিদ মিয়া কিছুদিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করবে বলে আশ্বস্থ করেন এবং ২০১৩ সনের ২৭ অক্টোবর নোটারী পাবলিক এর মাধ্যমে হলফনামা ঘোষণা করে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করবে বলে অঙ্গীকার করে। এবং ব্যবসার মুল পুঁজি ১৫ লাখ টাকা লাভসহ হিসাব বুঝিয়ে দেবে। এর পর কিছুদিন যেতে না যেতেই দোকানে থাকা ১৯৬ বস্তা চাল পাহাড়াদারকে ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন অপর পার্টনারগণ দোকান থেকে সংবাদ পেয়ে ঘটনার সত্যতা দেখিয়া নবীগঞ্জ ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও গণমান্য আরও কিছু ব্যবসায়ীগনকে চুরির বিষয়টি অবহিত করেন। তাৎক্ষনিকভাবে ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী অভিযুক্ত আব্দুল ওয়াহিদকে তার বড় ভাই শহিদ মিয়ার উপস্থিতিতে দোষী সাব্যস্থ করে চুরিকৃত চালের মূল্য ও ব্যবসার পুঁজি বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা অপর পার্টনারদ্বয় বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীকে ফেরত দেওয়া ও ব্যাংক ঋনের সমুদয় টাকা পরিশোধ করার জন্য সিদ্ধান্ত দেন। এর প্রেক্ষিতে ৩ শত টাকা মূল্যের ষ্ট্যাম্পের উপর মুরুব্বিয়ানগণ ওয়াহিদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা রাখেন। কিন্তু প্রতারক ওয়াহিদ সিদ্ধান্ত মোতাবেক টাকা পরিশোধ না করায় অপর পার্টনারগণ বিষয়টি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীকে অবগত করেন। কিন্তু উপজেলার চেয়ারম্যানের কার্য্যালয়ে অভিযুক্ত ওয়াহিদ উপস্থিত না হওয়ায় বিষয়টি মিমাংসার জন্য নবীগঞ্জে বিশিষ্ট মুরুব্বি সাহিদ মিয়া ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী ও পৌর কাউন্সিলর যুবরাজ গোপকে দায়িত্ব দেওয়া হয়। উল্লেখিত ব্যক্তিগণ দীর্ঘদিন চেষ্টার পর ওয়াহিদ টাকা পরিশোধের আশ্বাস দেয়। পরবর্তীতে ওয়াহিদ আত্মগোপন করে। ফলে বিভু আচার্য্য নিরূপায় হয়ে আদালতে পৃথক ৪টি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগে মামলা রয়েছে। সুজন রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওয়াহিদ ও শহীদ পঞ্চাশ লাখ টাকার চেক ডিজওনার মামলা করে। উক্ত মামলা মিথ্যে প্রমাণিত হওয়ায় সুজন রায়কে বে-কসুর খালাস প্রদান করা হয়।