স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে পরিচয় হয়ে পালিয়ে গিয়ে ফেক্সিলোড ব্যবসায়ীর সাথে ঘর বাঁধতে পারলো না এক কলেজ ছাত্রী। বাসর ঘরের পরিবর্তে অবশেষে তার ঠিকানা হল শ্রীঘরে। এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত রবিবার রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলার মার্কুলী গ্রামের এক বাড়িতে। পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ছন্ডিপুর গ্রামের ফ্রান্স প্রবাসীর কন্যা দিরাই ডিগ্রী কলেজের ছাত্রীর (২০) এর সাথে ফেসবুকে পরিচয় হয় বানিয়াচং উপজেলার সাকাইতি পূর্বপাড়া গ্রামের আসদ্দর আলীর পুত্র মার্কুলী বাজারের ফেক্সিলোড ব্যবসায়ী জাফর ইকবাল (২৬) এর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শনিবার প্রেমের টানে মেয়েটি বাড়ি থেকে মার্কুলী চলে আসে। পরে এক ব্যক্তিকে ভূয়া কাজী সাজিয়ে তাদের বিয়ে হয়। গত রবিবার মার্কুলী গ্রামের এক বাড়িতে রাত্রিযাপনকালে বেরসিক পুলিশ তাদেরকে আটক করে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করলে কোর্ট তাদেরকে কারাগারে প্রেরণ করেন।