এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যা মামলার ৭ আসামীর জমিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়েছে। বেলাল হত্যা মামলা এবং এর আগের দিন সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল রবিবার হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ৭ জন জামিন প্রার্থনা করে। জামিন আবেদনের শুনানী শেষে বিজ্ঞ বিচারক সামসাদ বেগম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এর আগে মামলার অন্যতম আসামী আফছর মিয়াকে নবীগঞ্জ থানা পুলিশ গত ১ মে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আফছর নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আঃ হেকিমের পুত্র।
গতকাল রবিবার আদালতে আত্মসমর্পনকারীরা হচ্ছে- নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৩৬), আব্দুল মালিক (২৯), মৃত রহমত আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৪২), আব্দুর রউপ (৩০), আব্দুল লতিফ (২৭), আব্দুল মাহিদ (২৫) এবং আব্দুল মজিদের ছেলে ইলিয়াছ আলী বাবু (১৮)।
এদিকে বেলাল হত্যা মামলার আসামীদের কারাগারে প্রেরনের খবরে নিহতের পরিবারে কিছুটা স্বস্তি ফিরে আসলেও ঘটনার মূল নায়ক রায়েছ চৌধুরী, সামছু মিয়া ও লিংকনসহ অপর আসামীদের গ্রেফতার এবং ঘাতকদের ফাঁসি দাবী করেছেন বেলালের পিতা ফারুক মিয়া।
অপর দিকে এখনও নিহত বেলালের পরিবারে কান্না থামেনি। নিহত বেলাল মা আবিদুন নেছা এবং বেলালের নববিবাহিতা স্ত্রী রোমেনা আক্তার স্বামী বেলাল মিয়ার নির্মম হত্যাকান্ডের কথা স্মরন করে বার বার মূর্ছা যাচ্ছেন।
বেলালের মা আবিদুন নেছা কেঁেদ কেঁেদ তার নয়নের মনি বুকের ধন বেলাল মিয়ার ঘাতকদের ফাঁিস দাবী জানান। তিনি বলেন, কে জানতো তার বাবাকে বিকাশে টাকা দিতে গিয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে অল্প বয়সে প্রাণ দিতে হবে। জানলে ঘর থেকে বের হতে দিতাম না। তিনি আরও বলেন, সদ্য বিবাহিত বেলালের বিধবা পুত্রবধুর চোখের জল সইতে পারছি না। তিনি ছেলের ঘাতকদের ফাঁসি দেখতে চান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জড়িতদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নবীগঞ্জ-আইনগাঁও সিএনজি স্ট্যান্ডে ম্যানাজারি নিয়ে সংগঠিত সংঘর্ষের ঘটনার জের ধরে ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মাইওয়ান ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়া’র নেতৃত্বে একদল লোক সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলাল মিয়ার মৃত্যু ঘটে। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে এবং পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা।
গত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা ফারুক মিয়া বাদী হয়ে গত ২৮ এপ্রিল রাতে ২৮ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই ঘটনার সাথে জড়িতরা আত্মগোপন করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১ মে শুক্রবার ভোর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল সদরের রূপসীপুর এলাকাস্থ বোনের বাসায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী আফছর উদ্দিনকে গ্রেফতার করে।