স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে বজ্রপাতে রিপন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জামাল মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিপন বাড়ির পাশে হাওরে কাজ করতে গেলে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের এক পর্যায়ে তার উপর বজ্রপাতের আঘাতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।