শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৩৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০১৫’ উদ্বোধন করে জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য দেশবরেণ্য কবি আসলাম সানী বলেছেন-‘বাংলাভাষা ও সাহিত্যের প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যাঁদের অবদানের প্রেক্ষিতে বাংলাভাষা ও সাহিত্য আজ আন্তর্জাতিক পরিমন্ডলে স্বনামে স্বীকৃত।’ জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা’র সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন- পৃথিবীতে যতোদিন বাংলাভাষাভাষী মানুষ থাকবে ততদিন থাকবে রবীন্দ্র-নজরুল’র নাম এবং তাঁদের সৃষ্টিকর্ম।’ এর আগে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’ সম্পাদিত ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরিষদের সহ-সভাপতি কবি মাওঃ ইব্রাহীম ইউসুফ ও সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমেদ’র যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য গীতিকার ও কবি এম. আর. মনজু। বিশেষ অতিথি’র বক্তব্য দেন- কবি কোকিল দাশ, নবীগঞ্জ জে. কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিকার মোঃ আব্দুস সালাম, কাস্টমসের এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার কবি গোলাম কিবরিয়া, সোনালী ব্যাংক কর্মকর্তা কবি বাদল কৃষ্ণ বণিক, বাংলাদেশ পয়েট্স ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুফা ইয়াসমিন নীলু ও বিবিয়ানা সাহিত্য পরিষদের সভাপতি কবি এম. শহীদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি কবি এস. এম. সাজ্জাদ। শুভেচ্ছা বক্তব্য দেন শিবপাশা. স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা বেগম চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক-কবি এম.এ ওয়াহিদ লাভলু, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক কবি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মোহিত রাসেল, সহ-সাধারণ সম্পাদক কবি সঞ্জয় কুমার ধাম, কবি কয়েস আহমদ মাহদী প্রমুখ। প্রথমে অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান কবি রেজিয়া সুলতানা শিমু ও কবি তাছপিয়া জাহান চৌধুরী। আনন্দ নিকেতনের শিশু শিল্পীদের জাতীয় সংগীত’র মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বরচিত কবিতা পাঠ করেন- কবি আসলাম সানী, কবি এম আর মনজু, কবি সাইফুল ইসলাম সারং, মোঃ ওবায়দুর রহমান সাইদুর, মোঃ রাজু মিয়া, রাগীব রওনক রাতুল, সাদমান সাকিব আরিব, গালিবা তাজ নূর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আনন্দ নিকেতন, শিবপাশা. স. প্রাঃ বিদ্যালয়, নবীগঞ্জ আদর্শ স. প্রাঃ বিদ্যালয়, উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমী, হোমল্যান্ড আইডিয়াল স্কুল, নবীগঞ্জ জে. কে মডেল উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ হিরামিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ ডিগ্রি কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com